Skip to main content

Posts

সূরা ইউসুফ এবং নাফস।

আল কুরআনে বর্ণিত সূরা ইউসুফ এর গল্পে দেখানো হয়েছে যে কিভাবে এক বালক তার আপন রক্তের ভাইদের দ্বারা প্রতারিত হয়ে অবশেষে আল্লাহর অনুগ্রহে মিশর জাতির শক্তিতে পরিণত হয়েছে। এই সুন্দর গল্পটির ৪টা প্লট রয়েছে।যথা- ১.ঈর্ষা,  ২.ধৈর্য্য,  ৩.ক্ষমা, ৪.মুক্তি। #হিংসা এক মারাত্মক মানুষিক ব্যাধি যা সবকিছু ধ্বংস করে দেয়। পৃথিবীর সমস্ত ক্রাইম এর মূলে রয়েছে হিংসা।আর এই হিংসা নামক ব্যাধি র উৎপত্তিস্থল আপনার আপন গৃহ বা ক্বলব ই। নফস (نَفْس) একটি আরবি শব্দ যা আল কুরআনে এসেছে। যার আক্ষরিক অর্থ হল "সত্ত্বা" এবং একে "মন", "অহংবোধ" বা "নিঃশ্বাস" হিসেবে অনুবাদ করা হয়। নবী জোসেফ বা ইউসুফ আলাইহিস সালাম এর জীবনের পাঠগুলি এই ধারণাটিকে চিত্রিত করে যে জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি গুলোতেও মহান আল্লাহ র ইচ্ছায় ভাল কিছু লুকিয়ে থাকে। প্রকৃত পক্ষে মুমিন ব্যক্তি কখনও ক্ষতিগ্রস্ত হয় না। তাঁর অতি ক্ষুদ্র ক্ষুদ্র কষ্টগুলোও আল্লাহর অনুগ্রহে নিয়ামত দ্বারা পূর্ণ হয়ে ওঠে । অতএব,আল্লাহর উপর এবং শুধুমাত্র আল্লাহর উপর ই আস্থা রাখুন - নিরবচ্ছিন্ন শান্তি ও প্রশান্তি ময় জীবন এই পৃথিবীতে...

জ্বিন শয়তানের প্রবেশ পথ বন্ধ করুন: মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না।

 #Block #theentrance  জ্বিন-শয়তান মানুষকে ওয়াসওয়াসা, গুনাহ, জাদু (Sihr), অহংকার (Kibr), রাগ এবং বিভ্রান্তি (Fitna) এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত করে থাকে। (আল্লাহ, সকলকে হেফাজত করুন।) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ  "শয়তান মানুষের রক্ত শিরায় চলাচল করে। আমি আশংকা করলাম যে, সে তোমাদের মনে সন্দেহের সৃষ্টি করতে পারে।" (সহিহ আল বুখারী) জাদুকর যখন কোন ব্যক্তিকে ব্লাক ম্যাজিক এর জন্য টার্গেট করে সে ঐ ব্যক্তির কাছে চালান জ্বিন প্রেরণ করে।এই চালান জ্বিন ব্যক্তিটির দূর্বলতা খুঁজে বের করতে তার পেছনে পড়ে যায়।এতে কয়েক বছর বা কয়েক মাস কিংবা কিছুদিন লেগে যেতে পারে।খাওয়া/ছিটানো বা অন্য কোন রিচুয়ালের মাধ্যমে জ্বিন যখন ব্যক্তি র ভিতরে প্রবেশ করে তখন বাহির থেকে এক বা একাধিক জ্বিন জাদুকরের সাথে ঐ জ্বিনের তথ্য আদান-প্রদান করতে সাহায্য করতে থাকে।এটা একটা মোবাইল নেটওয়ার্ক এর মতন কাজ করে থাকে। যেখানে আমরা মোবাইল কমিউনিকেশন বলতে বুঝি যে দুটি চলনশীল ডিভাইস এবং অন্য একটি স্থির ডিভাইসের মধ্যে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। আবার রোগী যখন প্রায় সুস্থ হতে শুরু করে তখন জাদু রিনিউ করতে একের পর এক ...

Riverse Psychology & Jinn Possession.

  "Riverse Psychology" এবং "Jinn Possession" যাদু সম্পর্কে আল্লাহ বলেন,  অথচ তারা তার(যাদু) মাধ্যমে কারো কোন ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না এবং তারা অবশ্যই জানত যে, যে ব্যক্তি তা ক্রয় করবে, আখিরাতে তার কোন অংশ থাকবে না। আর তা নিশ্চিতরূপে কতই-না মন্দ, যার বিনিময়ে তারা নিজদেরকে বিক্রয় করেছে। যদি তারা জানত।  (Al Quran 2:102) ২০% ক্ষেত্রবিশেষে যাদুর প্রভাব ভয়ংকর হয়ে উঠতে পারে। কিন্তু আল্লাহর ইচ্ছায় আল কুরআনে এর সমাধান রয়েছে।কালো যাদুকে শক্তিশালী করতে অপেক্ষাকৃত সামর্থ্যবান জ্বীন এবং দূর্বল চিত্তের ব্যক্তি দরকার। ইবলিশ শয়তানকে আদম আলাইহিস সালাম কে সিজদা করতে বলা হয়েছিল।কারন আল্লাহ মানুষকে জ্বিনদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ কুরআন মাজিদে উল্লেখ করেছেনঃ যারা সুদ খায়, তারা তার ন্যায় (কবর থেকে) উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়।  (Al Quran 2:275) এ বাক্য থেকে জানা গেল যে, জিন ও শয়তানের আসরের ফলে মানুষ অজ্ঞান কিংবা উন্মাদ হতে পারে। অভিজ্ঞ লোকদের উপর্যুপরি অভিজ্ঞতাও এ বিষয়ে সাক্ষ্য দেয়। ইবনু...

থানাটোফোবিয়া ও মৃত্যু জাদু।

 #DeathMagic #illness_Magic বিভিন্ন ধরনের কালো জাদু আছে, যার মধ্যে সবচেয়ে খারাপ হল মৃতের কাফন থেকে তৈরি "মৃত্যু জাদু" এবং "অসুখের জাদু"।এটা মেসোনিক বা ফারাও দের জাদু হিসেবেও পরিচিত। 'থানাটোফোবিয়া' এর মানে আপনার মৃত্যু বা মৃত্যুর ভয় আছে। থানাটোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা তাদের নিজের মৃত্যুকে নিয়ে কিংবা পরিবার এবং বন্ধুদের মৃত্যু বা মৃত্যু প্রক্রিয়ার বিষয়ে ভয় পেতে পারেন।এটা অনেক সময় 'মৃত্যু র জাদু র লক্ষণ প্রকাশ করে। কিছু তথাকথিত অনভিজ্ঞ রাক্বি ক্যান্সারকে কালোজাদু র সাথে মিশিয়ে পাবলিক সেন্টিমেন্ট সৃষ্টি করে অহেতুক ভীতি প্রদর্শন করে। মূলত, ক্যান্সার একটি জৈব প্রক্রিয়ায় সংঘটিত হয়ে থাকে।এটার সাথে জ্বিন বা জাদুর কোন সম্পর্ক নেই। লক্ষণ: ধড়ফড়, বুকের মধ্যে বিষাদ এবং আঁটসাঁটতা, পিঠের নিচের দিকে এবং কাঁধে ব্যথা, রাতে অনিদ্রা, ভয়ের তীব্র আবেগ এবং অস্বাভাবিক ক্রোধ। ঘন ঘন ঝাঁকুনি ও দীর্ঘশ্বাস, বিচ্ছিন্নতার প্রতি ভালোবাসা, অলসতা, ঘুমের ইচ্ছা এবং কোনো চিকিৎসা কারণ ছাড়াই অন্যান্য স্বাস্থ্য সমস্যা। আইন হাসাদের কারনেও মানুষ অসুস্থ হয়ে পড়ে।জাবের (রাযিয়া...

বিগ ক্র্যাঞ্চ থিওরি এবং কিয়ামতের আলামত।

  #big_crunch #sunrise_from_the_west #কিয়ামতের_বড়_আলামত #পশ্চিম_দিক_হতে_সূর্যোদয়   নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَاهَا النَّاسُ يَعْنِي آمَنُوا أَجْمَعُونَ فَذَلِكَ حِينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا "যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবেনা ততদিন কিয়ামত হবেনা। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে তখন সকলেই ঈমান আনবে। তখন এমন ব্যক্তির ঈমান কোন উপকারে আসবেনা যে আগে থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোন সৎকাজ করেনি”। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا "নিশ্চয়ই আল্লাহ তাআলা দিনের বেলায় অপরাধকারীদের তাওবা কবুল করার জন্য সারা রাত স্বীয় হাত প্রসারিত করে ...

তাবিজ কালোজাদুর এক বিশেষ রুপ।

 #amuletum #blackmagic  "তাবিজ" শব্দটি ল্যাটিন শব্দ amuletum থেকে এসেছে,এটা এমন কিছুকে বোঝায় যা একজন ব্যক্তিকে সমস্যা থেকে রক্ষা করতে সক্ষম।যার মন্দ প্রভাব বা দুর্ভাগ্য এড়ানোর ক্ষমতা রয়েছে(আস্তাগফিরুল্লাহ)।এটা প্যাগান কালচার। প্যাগান ধর্মানুসারী গণ তাবিজের প্রচলন শুরু করেন যা রক্ষাকবচ নামে পরিচিত (আস্তাগফিরুল্লাহ)।তাবিজ একটি বস্তু যা সাধারণত সুরক্ষার জন্য পরিধান করা হয় এবং একটি টেকসই উপাদান (ধাতু বা শক্ত পাথর) থেকে তৈরি করা হয়। মধ্যযুগে খ্রিস্টান গণ তাদের তাবিজগুলিতে সাধুদের ঐতিহ্যবাহী ধ্বংসাবশেষ এবং ধর্মীয় গ্রন্থের বিভিন্ন আয়াতকে অন্তর্ভুক্ত করতেন। ইহুদিদের মধ্যে তাবিজ তৈরি করা একটি রাব্বিনিক ফাংশনে পরিণত হয়েছিল। আর বর্তমানে পথভ্রষ্ট মুসলমানরা অন্য ধর্মের অনুসারীদের মতন প্রায়ই কোরানের আয়াত, আল্লাহর নাম, বা ছোট ছোট থলির মধ্যে সংযুক্ত পবিত্র সংখ্যা বহন করে। খ্রিস্টানরা ক্রুশ বা ক্রুশবিন্যাস ব্যবহার করে এবং কিছু রোমান ক্যাথলিক পরিবারে ম্যাডোনার মূর্তি পাওয়া যায়। একটি জনপ্রিয় ধরনের তাবিজ হল "সৌভাগ্যের আকর্ষণ" যেমন জন্মের পাথর বা খরগোশের পা (আস্তাগফিরুল্লাহ)। আবদুল্ল...

ছিটানো জাদুকে ও বলিদানের জাদুকে বাতিল করুন।

 #spray_magic #sacrifice_magic  আপনার বাড়িতে নিরীহভাবে জ্বিন বাস করতে পারে, তারা সেখানে দীর্ঘকাল ধরে থাকতে পারে এবং আপনার বা আপনার পরিবারের প্রতি তাদের কোন খারাপ উদ্দেশ্য নাও থাকতে পারে। তাই মুসলমান হিসেবে ঘর পরিষ্কার করার আগে তাদের সতর্ক করতে হবে। যেমন আমরা নিরীহ জ্বিন, প্রাণী বা মানুষকে প্রথমে সতর্ক না করে আক্রমণ করতে যেতে পারি না কারণ বিচারের দিন আমাদের জবাবদিহির সম্মুখীন হতে হবে। পদ্ধতি (ওজু অবস্থায় থাকা এবং নিজের উপর ৩ কুল ও আয়াতুল কুরসি পাঠ করা উত্তম) আসরের সময় সব জানালা-দরজা খুলে প্রতিটি ঘরে যান এবং নিচের কথাগুলো বলুন আল্লাহর নির্দেশে, এটি আমার/আমাদের ঘর।এখান থেকে জ্বিনদের অবশ্যই চলে যেতে হবে এবং বসবাসের জন্য অন্য কোন জায়গা খুঁজে বের করতে হবে"  আরও যোগ করুন যে "আমি আপনার কাছে সুলাইমান ইবনে দাউদের কাছ থেকে নেওয়া অঙ্গীকারের মাধ্যমে অনুরোধ করছি যে আমাদের ক্ষতি করবেন না এবং আমাদের সামনে উপস্থিত হবেন না। এবং বলুন, আমরা জ্বিনদের ক্ষতি করতে চাই না, তবে 3 দিন পর আমরা রুইকার পানি স্প্রে করব যার উপর কোরআন তেলাওয়াত করা হবে এবং এটি আপনার ক্ষতি করবে, তাই আপনাদের চলে যাওয...

Insomnia and Black Magic.

#nightmare_disorder #insomnia #dream #blackmagic_stress #blackmagic_illness  দুঃস্বপ্ন প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের জন্যই সাধারণ। প্রায় 85% স্বাভাবিক সুস্থ ব্যক্তিদের বছরে অন্তত একবার হয়, এবং 75% শিশুরাও দুঃস্বপ্ন দেখে থাকে। কিন্তু যখন দুঃস্বপ্ন এত ঘন ঘন ঘটে যে এগুলো ঘুমের মধ্যে হস্তক্ষেপ করে এবং দিনের বেলা কাজ করা কঠিন করে তোলে, তখন তারা দুঃস্বপ্নের ব্যাধি নামক একটি অবস্থার নির্দেশক হতে পারে। ইব্রাহীম ইবনু হামযা (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, ভাল স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।আবুল ইয়ামান (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, সু-সংবাদবাহী বিষয়াদি ছাড়া নবুয়তের আর কিছু অবশিষ্ট নেই।। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, সুসংবাদবাহী বিষয়াদি কি? তিনি বললেন, ভাল স্বপ্ন। আল কুরআনে স্বপ্নকে বোঝাতে বিভিন্ন শব্দ ব্যবহার করে যেমন রুয়া (দৃষ্টি), হুলম (স্বপ্ন), মানাম (ঘুম) এবং বুশরা (সংবাদ)। মুসলমানরা কিছু স্বপ্নকে এক ধরনের আধ্যাত্মিক উপলব্ধি বলে মন...

Most Powerful Black Magic.

 #jewish_jinn #christian_jinn #Star_magic #Moon_magic #astrastronomical_magic #planetary_magic #sihr #blackmagic #most_powerful_magic #সবথেকে_বিপজ্জনক_জাদু কেবলমাত্র কিছু সংখ্যক যাদুকর নক্ষত্র এবং গ্রহের জাদুকে আয়ত্ত করতে পারে,কারণ এটি জ্যোতিষশাস্ত্রের নিখুঁত জ্ঞানের উপর নির্ভর করে এবং এতে অনেক গণনা রয়েছে। এই জাদুটি গ্রহের সংযোগ এবং তাদের গতিবিধি এবং তাদের মধ্যে নির্দিষ্ট কোণের উপস্থিতি জানার সাথে সম্পর্কিত; যাতে ক্ষতি, অসুস্থতা, দারিদ্র, বা অক্ষমতার মাধ্যমে প্রভাব স্থির করা যায়। গ্রহ এবং নক্ষত্রের জাদু হল সবচেয়ে বিপজ্জনক এবং মারাত্মক প্রকারের।এর কারণ হচ্ছে এই জাদুতে নিয়োজিত দাসরা উড়ন্ত জ্বীন, উপরন্তু এটি কোন জাদুকরের সাহায্য ছাড়াই ক্রমাগত নিজে থেকেই রিনিউ হতে থাকে। অর্থাৎ এটিকে একবার চালু করলে সেটা নিজে থেকেই আপডেট হতে পারে। অন্যান্য কালো জাদুর মতন এটাকে রিনিউ করতে রিচুয়াল এর প্রয়োজন হয় না। এই জাদুটির কোন নির্দিষ্ট লক্ষ্য নেই কারণ এই জাদুতে  অন্যান্য কালো জাদুর সমস্ত উদ্দেশ্যে একসাথে ব্যবহৃত হয়, যেমন অসুস্থতা জাদু, ব্যর্থতা জাদু, বাতিল(বাঁধা) জাদু, প্রেমের জাদু এবং...

ব্লাকম্যাজিক ও জ্যোতিষ শাস্ত্র

 #Jewish jinn #sihr #marriage  ব্লাকম্যাজিককে বৈদিক #জ্যোতিষে "অভিচার" বলা হয় যা জন্মের তালিকা দেখে ভবিষ্যদ্বাণী করে এবং পীড়িত গ্রহের সময়কাল দেখে সমর্থন করে।সবচেয়ে সাধারণ সমন্বয় হল চাঁদ এবং শনি একসাথে বিশেষ করে 6 তম বা 8 তম ঘরে। চন্দ্র মন এবং শনি বিষন্নতা, ষষ্ঠ বা অষ্টম ঘরে এটি মানুষকে মানসিক বা আবেগগতভাবে দুর্বল করে তোলে এবং কালো যাদু সহজেই একজন ব্যক্তিকে আক্রমণ করতে পারে। শাস্ত্র মতে,এটি ছাড়াও সূর্য ও চন্দ্রের সাথে রাহু বা কেতু দ্বারা গঠিত যে কোনও গ্রহন এবং সেই নির্দিষ্ট গ্রহের অবস্থান মানুষকে কালো যাদুতে প্রবন করে তোলে। প্রকৃতপক্ষে,যাদুবিদ্যার সাথে জ্যোতিষশাস্ত্রের কোন সম্পর্ক নেই, যদিও যাদুকররা কখনও কখনও তাদের উদ্দেশ্যকে শক্তিশালী করার আশায় এর প্রতীকবাদ ব্যবহার করে। জ্যোতিষশাস্ত্র প্রাকৃতিক এবং নিরপেক্ষ, কেবল সময়ের গুণাবলী ব্যাখ্যা করার একটি পদ্ধতি।  যেমন #আবহাওয়াবিদ্যা হল আবহাওয়ার গুণাবলী ব্যাখ্যা করার একটি মাধ্যম। কালো যাদুর উপযুক্ত সময় বেছে নেওয়ার জন্য যাদুকর জ্যোতিষশাস্ত্র ব্যবহার করতে পারে, এমনকি জ্যোতিষশাস্ত্রের প্রতীকবাদকে আচারের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে এবং...

সিহর আল মোহাব্বত

 #SIHR_AL_MAHABBAH_AT_TIWALA  #Forced_Love #hindu_jinn #heart #WhiteMagic  ইবনে আই-আথিরের মতে, আত-তিওয়ালা হল এক প্রকার সিহর যা একজন পুরুষকে তার স্ত্রীকে ভালবাসতে বাধ্য করে। এই ধরণের কাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের কাজ হিসাবে শ্রেণীবদ্ধ করেছেন। কিন্তু যারা এটি করে তারা বিশ্বাস করে যে এটি বৈধ সাদা যাদু আর না জেনে বা জেনে আল্লাহ র সাথে শিরক করে। অনেক কবিরাজ, এমনকি মসজিদের ইমাম সাধারণ মানুষকে রুকিয়ার কথা বলে #তাবিজ দেয়, অথচ এটি করতে তারা জ্বীন ও শয়তানের সাহায্য নেয়।সহীহ মুসলিমে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে,রুকিয়াকে চিকিৎসার মাধ্যম হিসেবে ব্যবহার করায় কোনো ক্ষতি নেই, যদি এতে বহুঈশ্বরবাদী কিছু না থাকে। অর্থাৎ আল্লাহর সাথে যদি শিরক করা না হয়ে থাকে। উপসর্গ 1. অত্যধিক ভালবাসা এবং আবেগ 2. যৌন মিলনের চরম ইচ্ছা 3. সহবাস করার জন্য তীব্র আকাঙ্ক্ষা 4. স্ত্রীর দৃষ্টিতে চরম লালসা 5. স্ত্রীর প্রতি অন্ধ আনুগত্য 6.কখনও কখনও এই সিহরের ফলে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে, ক্বলবের ক্ষতি হয়। 7. কখনও কখনও সিহর বিপরীতমুখী হয় এবং পুরুষট...

ওয়াসওয়াসা

 মহানবী (স) বলেছেন, ظُنوا بِالْمُؤْمِنِينَ خَيْراً 'তোমরা কারো প্রতি খারাপ ধারণা পোষণ করো না। কেননা, খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা।' (সহীহ বুখারী ৫১৪৩) মহানবী (স) আরো বলেন, الحَمْدُ لله الذي رَدَّ كَيْدَ الشيطان إلى الوَسْوَسَةِ 'সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি শয়তানের যাবতীয় চক্রান্ত ওয়াসওয়াসার ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছেন।' (আবু দাউদ ৫১১২) অর্থাৎ, সন্দেহ সৃষ্টি করে, দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে শয়তান মানুষের অন্তরে কেবল গুনাহর কুমন্ত্রণা দিতে পারে, কিন্তু সে গুনাহ করাতে পারে না। ইবলিসের সরবরাহকৃত গুনাহগুলো রিসিভ করার জন্য আমাদের চারটি অঙ্গকে নফস কাউন্টার হিসেবে ব্যবহার করে। এরকম অঙ্গ- ১.চোখ  ২.জবান  ৩.কান  ৪.মস্তিষ্ক সুতরাং যদি আমরা এই চারটি অঙ্গের হেফাজত করতে পারি তাহলে ব্যভিচার ও গীবত কিংবা হারাম খাদ্য গ্রহণ করা থেকে শুরু করে কুফরি পর্যন্ত কোন গুনাহই আমাদের দ্বারা ইবলিস কিংবা নফস করাতে পারবে না, ইন শা আল্লাহ। একারণেই আল্লাহ তাআলা বলেন, وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُوْلَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا যে বিষয়ে তো...

সূরা কাফিরুন

 #Surah_Al_Kafirun_Chapter_109 কিছু আধুনিকতাবাদী এই সূরার ভুল ব্যাখ্যা দেন এবং বিশ্বাস করেন যে এটি বহুবর্ষবাদকে উৎসাহিত করে,যে সমস্ত ধর্মই সত্য। এটা সম্পূর্ণ মিথ্যা এবং এর কোন ভিত্তি নেই। আসলে,এই সূরার মূল বক্তব্য সম্পূর্ণ বিপরীত। আমরা জানি কেন এই আয়াতগুলি নাযিল হয়েছে এবং বহুবর্ষজীবী দর্শনের সাথে এর কোন সম্পর্ক নেই। বরং এই সূরার উদ্দেশ্য,ইসলামের সবচেয়ে মৌলিক নীতির সাথে কখনও আপস না করা: কোনো অংশীদার ছাড়াই একমাত্র আল্লাহ র ইবাদত করা এবং আল্লাহ র সব আদেশ মান্য করা। রাসূল (সাঃ) যখন মক্কায় তাওহীদের দাওয়াত শুরু করলেন, তখন মক্কার কুরাইশগণ নানা কৌশলে তাঁকে এই দাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করল। আবু তালেবের কাছেও তারা একাধিকবার প্রতিনিধি পাঠিয়ে মুহাম্মাদ (সাঃ)কে সত্য দ্বীনের দাওয়াত থেকে বিরত রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অমানষিক নির্যাতন করেও কোন কাজ হয় নি। এমন কি তারা মুহাম্মদ (স) কে আরবের বাদশাহ বানিয়ে দেয়ার প্রস্তাবও করেছিল। সকল প্রকার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা এক নতুন কৌশল অবলম্বন করল। তারা তাওহীদের দাওয়াত ও কুফরীর মধ্যে একট আপোস ও মীমাংসার প্রস্তাব দিল। কুরাইশদের কাফের সম্প্রদা...

আল্লাহর আমানত

 #Surah_Al_Ahzab_Chapter_33 يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيدًا O you who have believed, fear Allah and speak words of appropriate justice. হে ঈমানদারগণ,  তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল। অর্থাৎ, যেমন তীরকে সোজা করা হয় যাতে সঠিক নিশানার উপর লাগে, অনুরূপ তোমাদের মুখ থেকে বের হওয়া কথা ও তোমাদের কাজ- কারবারও সোজা ও সরল হবে।সত্যতা থেকে এক চুল বরাবর তা যেন বিচ্যুত না হয়। يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا He will bless your deeds for you, and forgive your sins. And whoever obeys Allah and His Messenger, has truly achieved a great triumph. আল্লাহ তোমাদের জন্য তোমাদের আমলগুলোকে ত্রুটিমুক্ত করবেন আর তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে সে সাফল্য লাভ করে- মহাসাফল্য। إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاتِ وَالْأَرْضِ وَ الْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَ اشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ إ...

সূরা কাওসার

 #Surah_Kawthar_Chapter_108 إِنَّا أَعْطَيْنَكَ الْكَوْثَرَ ১. নিশ্চয় আপনাকে কাউছার (১) দান করেছি। (১) বিভিন্ন হাদীসে কাউসার ঝর্ণাধারার কথা বর্ণিত হয়েছে। আনাস রাদিয়াল্লাহু 'আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে তন্দ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসিমুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ্ আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা নাযিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা আল-কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জান, কাউসার কি? আমরা বললাম, আল্লাহ্ তা'আলা ও তার রাসূলই ভাল জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর। আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউযে কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে। এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকাসম হবে। তখন কতক লোককে ফেরেশতাগণ হাউয থেকে হটিয়ে দিবে। আমি বলব, হে রব! সে তো আমার উম্মত। আল্লাহ তা'আলা বলবেন, আপনি জানেন না, আপনার পরে তারা নতুন মত ও পথ অবলম্বন করেছিল।”  [মুসলিম:...

সূরা আলে ইমরান

 #Surah_Al_Imran_Chapter_3 قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ (3:31) (O Messenger!) Tell people: 'If you indeed love Allah, follow me, and Allah will love you and will forgive you your sins.Allah is All-Forgiving, All-Compassionate.' সুরা আলে ইমরানের ১ থেকে ৬ আয়াতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিলের ঘোষণা।  ৭-৯ আয়াতে বলা হয়েছে কোরআন থেকে কারা উপদেশ লাভ করবে এবং কারা করবে না।  رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। নিশ্চয় আপনি মহাদাতা।হে আমাদের রব! নিশ্চয় আপনি সমস্ত মানুষকে একদিন একত্রে সমবেত করবেন এতে কোন সন্দেহ নেই (১); নিশ্চয় আল্লাহ ওয়াদা খেলাফ করেন না।(আল কুরআন ৩:৮-৯) (১) শাফাআতের বিখ্যাত হাদীসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "আল্লাহ্ তা'আলা পূর্বাপর সকল...

ইসা(আ) এর আগমন

 #Surah_Maryam_Chapter_19_ঈসা_ইবনে_মারইয়াম_আঃ_এর_আগমণ_কিয়ামতের_বড়_আলামত  قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ اثْنِيَ الْكِتٰبَ وَ جَعَلَنِي نَبِيًّا وَ جَعَلَنِي مُبْرَكًا أَيْنَ مَا كُنْتُ وَ أَوْصَنِي بِالصَّلُوةِ وَ الزَّكُوةِ مَا دُمْتُ حَيًّا وَ بَرًّا بِوَالِدَتِي وَ لَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا وَ السَّلْمُ عَلَى يَوْمَ ولِدْتُ وَ يَوْمَ أَمُوْتُ وَ يَوْمَ ابْعَثُ حَيًّا শিশুটি(ঈসা) বলল, 'আমি তো আল্লাহর বান্দা; তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন'। 'আর যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও যাকাত আদায় করতে আদেশ করেছেন'। 'আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে অহঙ্কারী, অবাধ্য করেননি'। 'আর আমার উপর শান্তি, যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে'। (আল-কোরআন:সূরাহ মরিয়ম) আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশ্বাস এই যে, ঈসা (আঃ)কে আল্লাহ তা'আলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদীরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তি...