#DeathMagic #illness_Magic
বিভিন্ন ধরনের কালো জাদু আছে, যার মধ্যে সবচেয়ে খারাপ হল মৃতের কাফন থেকে তৈরি "মৃত্যু জাদু" এবং "অসুখের জাদু"।এটা মেসোনিক বা ফারাও দের জাদু হিসেবেও পরিচিত।
'থানাটোফোবিয়া' এর মানে আপনার মৃত্যু বা মৃত্যুর ভয় আছে। থানাটোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা তাদের নিজের মৃত্যুকে নিয়ে কিংবা পরিবার এবং বন্ধুদের মৃত্যু বা মৃত্যু প্রক্রিয়ার বিষয়ে ভয় পেতে পারেন।এটা অনেক সময় 'মৃত্যু র জাদু র লক্ষণ প্রকাশ করে।
কিছু তথাকথিত অনভিজ্ঞ রাক্বি ক্যান্সারকে কালোজাদু র সাথে মিশিয়ে পাবলিক সেন্টিমেন্ট সৃষ্টি করে অহেতুক ভীতি প্রদর্শন করে। মূলত, ক্যান্সার একটি জৈব প্রক্রিয়ায় সংঘটিত হয়ে থাকে।এটার সাথে জ্বিন বা জাদুর কোন সম্পর্ক নেই।
লক্ষণ:
ধড়ফড়, বুকের মধ্যে বিষাদ এবং আঁটসাঁটতা, পিঠের নিচের দিকে এবং কাঁধে ব্যথা, রাতে অনিদ্রা, ভয়ের তীব্র আবেগ এবং অস্বাভাবিক ক্রোধ। ঘন ঘন ঝাঁকুনি ও দীর্ঘশ্বাস, বিচ্ছিন্নতার প্রতি ভালোবাসা, অলসতা, ঘুমের ইচ্ছা এবং কোনো চিকিৎসা কারণ ছাড়াই অন্যান্য স্বাস্থ্য সমস্যা।
আইন হাসাদের কারনেও মানুষ অসুস্থ হয়ে পড়ে।জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ
العين تدخل الرجل القبر وتدخل الجمل القدر
অর্থঃ বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে । (সহীহ আল জামেঃ শাইখ আলবানী (রহঃ) সহীহ বলেছেনঃ ১২৪৯)
অর্থাৎ মানুষের নজর লাগায় সে মৃত্যুবরণ করে, যার ফলে তাকে কবরে দাফন করা হয়। আর উটকে যখন বদ নজর লাগে তখন তা মৃত্যু পর্যায়ে পৌছে যায় তখন সেটা যবাই করে পাতিলে পাকানো হয় ।
জাবের (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ
أكثر من يموت من أمتي بعد قضاء الله وقدره بالعين
অর্থঃ আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে। (মুসনাদে বাযযার)
📌 মৃত্যুর জাদুর প্রভাব নষ্ট করতে,সূরা ইউনুস, ইয়াসিন,সাফফাত,কাফ,আনআম,কিয়ামা,যিলযাল,আত তাকাসুর,ফাতিহা, আয়াতুল কুরসি,সূরাহ বাকারার শেষ দুই আয়াত,আল কাওসার,কাফিরুন, ইখলাস -ফালাক-নাস এর তিলাওয়াত বা অডিও বেশি করে শোনা উচিত ইনশাআল্লাহ। আল্লাহু আকবার যিকির দ্বারা জিহ্বাকে সচল রাখুন ইনশাআল্লাহ।সিহরের আয়াত দ্বারা পড়া জমজমের পানি(বৃষ্টির পানি/নরমাল পানি হলেও হবে ইনশাআল্লাহ),মধু,কালোজিরা,আজওয়া খেজুর গ্রহণ করা উচিৎ ইনশাআল্লাহ।দান-সাদাকা করা ও বিশেষ ক্ষেত্রে সুন্নাহ অনুযায়ী হিজামা করা ইনশাআল্লাহ।
সাধারণ সিহরের আয়াত-
১. সুরা আ'রাফ ১১৭-১২২
২. সুরা ইউনুস ৮১-৮২
৩. সুরা ত্বহা ৬৯
অনেকসময় এর সাথে সুরা বাকারাহ ১০২ নাম্বার আয়াতও পড়া হয়।এই জাদু খাওয়ানোর মাধ্যমেও প্রভাব বিস্তার করতে থাকে। এবং বারবার ঘুমের ভেতরে খাইয়ে রিনিউ করতে থাকে। রিনিউ বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ না বলে কোন খাবার গ্রহণ করা যাবে না ইনশাআল্লাহ। নিয়মিত ব্যায়াম করতে হবে ইনশাআল্লাহ। অতিরিক্ত চিনি জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ@shornaabedin
Shorna Abedin

Comments
Post a Comment