Ancient Black Magic. যারা দীর্ঘদিন ধরে একাধিক কালো জাদুতে আক্রান্ত হয়ে হতাশ হয়ে পড়েছেন,হাল ছেড়ে দিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে সূরা আল হিজর অর্থ সহকারে বুঝে পড়ুন ও সে অনুযায়ী আমল করুন,ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে যে মুমিনের সবথেকে বড় অস্ত্র হচ্ছে দোয়া আর কাফির দের দুর্বলতা হচ্ছে তাদের মূর্খতা। প্রতিটি কালোজাদু সম্পন্ন হয় শয়তান জ্বিনের অংশগ্রহণে আর এই শয়তান জ্বিনের একটাই লক্ষ্য আপনাকে জাহান্নামে তার সঙ্গী বানানো।তাই আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে দোয়া করতে থাকুন।বিনে হিসেবে জান্নাত লাভ ই যেন আপনার জীবনের একমাত্র লক্ষ্য হয়।কোন রাক্বি ই আপনাকে সাহায্য করতে পারবে না যতক্ষণ না আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করেন রোগ মুক্তির জন্য। নামাযের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকুন।ভুল পথে না হেঁটে আল কুরআনের আয়াত নিয়ে নিজে গবেষণা করুন।সেই অনুযায়ী আমল করুন।দান সদকা করুন। সর্বশক্তিমান আল্লাহ ব্যতীত কারোর কোন ক্ষমতা নেই আপনার ক্ষতি করার বা আপনার উপকার করার। সূরা আল হিজরের তিনটি আয়াতের ব্যাখ্যা করছি। وَ لَقَدْ آتَيْنَكَ سَبْعًا م...
Research on the verses of Al Quran.