#পানির_যাদুর_রুকিয়াহ #Water_black_Magic পানিতে নিক্ষিপ্ত যাদু অতি ভয়াবহ প্রভাব ফেলে।এর দ্বারা আক্রান্ত হলে রোগী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। সঠিকভাবে চিকিৎসা গ্রহণ না করলে রোগী একসময় সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে পাগলে পরিণত হয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। যারা এই যাদুতে আক্রান্ত তারা সাধারণ রুকিয়ার পাশাপাশি সূরা আম্বিয়া ও সূরা হাজ্জ তিলাওয়াত করতে থাকুন বা অডিও শুনতে থাকুন। বিশেষ করে সূরা আল আম্বিয়ার ৮৭ নং আয়াত(দোয়া ইউনুস) বারবার পড়তে থাকুন ইনশাআল্লাহ। নিচে এই আয়াতের ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। কালো যাদুতে আক্রান্ত প্রতিটি ব্যক্তির মানসিক অবস্থাকে নবী ইউনুস আলাইহিস সালাম এর ঘটনার সাথে তুলনা করা যেতে পারে।তিনি যেমনি মাছের পেটের অন্ধকারে ছিলেন,কালো যাদুতে আক্রান্ত রোগীরাও একই ভাবে একটা অন্ধকার পর্দা দ্বারা আবৃত থাকে। মহান আল্লাহ অনুগ্রহ না করলে এই পর্দা থেকে বের হওয়া অসম্ভব। আল্লাহর যিকির করুন ও দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সূরাহ আল আম্বিয়াতে বলেন, وَ ذَاالنُّوۡنِ اِذۡ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنۡ لَّنۡ نَّقۡدِرَ عَلَیۡهِ فَنَادٰ...
Research on the verses of Al Quran.