Skip to main content

Posts

Showing posts from December, 2024

সূরা ইউসুফ এবং নাফস।

আল কুরআনে বর্ণিত সূরা ইউসুফ এর গল্পে দেখানো হয়েছে যে কিভাবে এক বালক তার আপন রক্তের ভাইদের দ্বারা প্রতারিত হয়ে অবশেষে আল্লাহর অনুগ্রহে মিশর জাতির শক্তিতে পরিণত হয়েছে। এই সুন্দর গল্পটির ৪টা প্লট রয়েছে।যথা- ১.ঈর্ষা,  ২.ধৈর্য্য,  ৩.ক্ষমা, ৪.মুক্তি। #হিংসা এক মারাত্মক মানুষিক ব্যাধি যা সবকিছু ধ্বংস করে দেয়। পৃথিবীর সমস্ত ক্রাইম এর মূলে রয়েছে হিংসা।আর এই হিংসা নামক ব্যাধি র উৎপত্তিস্থল আপনার আপন গৃহ বা ক্বলব ই। নফস (نَفْس) একটি আরবি শব্দ যা আল কুরআনে এসেছে। যার আক্ষরিক অর্থ হল "সত্ত্বা" এবং একে "মন", "অহংবোধ" বা "নিঃশ্বাস" হিসেবে অনুবাদ করা হয়। নবী জোসেফ বা ইউসুফ আলাইহিস সালাম এর জীবনের পাঠগুলি এই ধারণাটিকে চিত্রিত করে যে জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি গুলোতেও মহান আল্লাহ র ইচ্ছায় ভাল কিছু লুকিয়ে থাকে। প্রকৃত পক্ষে মুমিন ব্যক্তি কখনও ক্ষতিগ্রস্ত হয় না। তাঁর অতি ক্ষুদ্র ক্ষুদ্র কষ্টগুলোও আল্লাহর অনুগ্রহে নিয়ামত দ্বারা পূর্ণ হয়ে ওঠে । অতএব,আল্লাহর উপর এবং শুধুমাত্র আল্লাহর উপর ই আস্থা রাখুন - নিরবচ্ছিন্ন শান্তি ও প্রশান্তি ময় জীবন এই পৃথিবীতে...

জ্বিন শয়তানের প্রবেশ পথ বন্ধ করুন: মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না।

 #Block #theentrance  জ্বিন-শয়তান মানুষকে ওয়াসওয়াসা, গুনাহ, জাদু (Sihr), অহংকার (Kibr), রাগ এবং বিভ্রান্তি (Fitna) এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত করে থাকে। (আল্লাহ, সকলকে হেফাজত করুন।) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ  "শয়তান মানুষের রক্ত শিরায় চলাচল করে। আমি আশংকা করলাম যে, সে তোমাদের মনে সন্দেহের সৃষ্টি করতে পারে।" (সহিহ আল বুখারী) জাদুকর যখন কোন ব্যক্তিকে ব্লাক ম্যাজিক এর জন্য টার্গেট করে সে ঐ ব্যক্তির কাছে চালান জ্বিন প্রেরণ করে।এই চালান জ্বিন ব্যক্তিটির দূর্বলতা খুঁজে বের করতে তার পেছনে পড়ে যায়।এতে কয়েক বছর বা কয়েক মাস কিংবা কিছুদিন লেগে যেতে পারে।খাওয়া/ছিটানো বা অন্য কোন রিচুয়ালের মাধ্যমে জ্বিন যখন ব্যক্তি র ভিতরে প্রবেশ করে তখন বাহির থেকে এক বা একাধিক জ্বিন জাদুকরের সাথে ঐ জ্বিনের তথ্য আদান-প্রদান করতে সাহায্য করতে থাকে।এটা একটা মোবাইল নেটওয়ার্ক এর মতন কাজ করে থাকে। যেখানে আমরা মোবাইল কমিউনিকেশন বলতে বুঝি যে দুটি চলনশীল ডিভাইস এবং অন্য একটি স্থির ডিভাইসের মধ্যে তারবিহীন যোগাযোগ ব্যবস্থা। আবার রোগী যখন প্রায় সুস্থ হতে শুরু করে তখন জাদু রিনিউ করতে একের পর এক ...

Riverse Psychology & Jinn Possession.

  "Riverse Psychology" এবং "Jinn Possession" যাদু সম্পর্কে আল্লাহ বলেন,  অথচ তারা তার(যাদু) মাধ্যমে কারো কোন ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না এবং তারা অবশ্যই জানত যে, যে ব্যক্তি তা ক্রয় করবে, আখিরাতে তার কোন অংশ থাকবে না। আর তা নিশ্চিতরূপে কতই-না মন্দ, যার বিনিময়ে তারা নিজদেরকে বিক্রয় করেছে। যদি তারা জানত।  (Al Quran 2:102) ২০% ক্ষেত্রবিশেষে যাদুর প্রভাব ভয়ংকর হয়ে উঠতে পারে। কিন্তু আল্লাহর ইচ্ছায় আল কুরআনে এর সমাধান রয়েছে।কালো যাদুকে শক্তিশালী করতে অপেক্ষাকৃত সামর্থ্যবান জ্বীন এবং দূর্বল চিত্তের ব্যক্তি দরকার। ইবলিশ শয়তানকে আদম আলাইহিস সালাম কে সিজদা করতে বলা হয়েছিল।কারন আল্লাহ মানুষকে জ্বিনদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ কুরআন মাজিদে উল্লেখ করেছেনঃ যারা সুদ খায়, তারা তার ন্যায় (কবর থেকে) উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়।  (Al Quran 2:275) এ বাক্য থেকে জানা গেল যে, জিন ও শয়তানের আসরের ফলে মানুষ অজ্ঞান কিংবা উন্মাদ হতে পারে। অভিজ্ঞ লোকদের উপর্যুপরি অভিজ্ঞতাও এ বিষয়ে সাক্ষ্য দেয়। ইবনু...

থানাটোফোবিয়া ও মৃত্যু জাদু।

 #DeathMagic #illness_Magic বিভিন্ন ধরনের কালো জাদু আছে, যার মধ্যে সবচেয়ে খারাপ হল মৃতের কাফন থেকে তৈরি "মৃত্যু জাদু" এবং "অসুখের জাদু"।এটা মেসোনিক বা ফারাও দের জাদু হিসেবেও পরিচিত। 'থানাটোফোবিয়া' এর মানে আপনার মৃত্যু বা মৃত্যুর ভয় আছে। থানাটোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা তাদের নিজের মৃত্যুকে নিয়ে কিংবা পরিবার এবং বন্ধুদের মৃত্যু বা মৃত্যু প্রক্রিয়ার বিষয়ে ভয় পেতে পারেন।এটা অনেক সময় 'মৃত্যু র জাদু র লক্ষণ প্রকাশ করে। কিছু তথাকথিত অনভিজ্ঞ রাক্বি ক্যান্সারকে কালোজাদু র সাথে মিশিয়ে পাবলিক সেন্টিমেন্ট সৃষ্টি করে অহেতুক ভীতি প্রদর্শন করে। মূলত, ক্যান্সার একটি জৈব প্রক্রিয়ায় সংঘটিত হয়ে থাকে।এটার সাথে জ্বিন বা জাদুর কোন সম্পর্ক নেই। লক্ষণ: ধড়ফড়, বুকের মধ্যে বিষাদ এবং আঁটসাঁটতা, পিঠের নিচের দিকে এবং কাঁধে ব্যথা, রাতে অনিদ্রা, ভয়ের তীব্র আবেগ এবং অস্বাভাবিক ক্রোধ। ঘন ঘন ঝাঁকুনি ও দীর্ঘশ্বাস, বিচ্ছিন্নতার প্রতি ভালোবাসা, অলসতা, ঘুমের ইচ্ছা এবং কোনো চিকিৎসা কারণ ছাড়াই অন্যান্য স্বাস্থ্য সমস্যা। আইন হাসাদের কারনেও মানুষ অসুস্থ হয়ে পড়ে।জাবের (রাযিয়া...

বিগ ক্র্যাঞ্চ থিওরি এবং কিয়ামতের আলামত।

  #big_crunch #sunrise_from_the_west #কিয়ামতের_বড়_আলামত #পশ্চিম_দিক_হতে_সূর্যোদয়   নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَاهَا النَّاسُ يَعْنِي آمَنُوا أَجْمَعُونَ فَذَلِكَ حِينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا "যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবেনা ততদিন কিয়ামত হবেনা। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে তখন সকলেই ঈমান আনবে। তখন এমন ব্যক্তির ঈমান কোন উপকারে আসবেনা যে আগে থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোন সৎকাজ করেনি”। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেনঃ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا "নিশ্চয়ই আল্লাহ তাআলা দিনের বেলায় অপরাধকারীদের তাওবা কবুল করার জন্য সারা রাত স্বীয় হাত প্রসারিত করে ...