#কবরের_জাদু (سحر القبور) কিভাবে করা হয়: জাদুকররা মৃত মানুষের হাড়, কাপড় বা কবরের মাটি ব্যবহার করে। মানুষ বা পশুপাখির মৃতদেহের অংশ নিয়ে রিচুয়াল করে। মৃত নারীর গোপনাঙ্গে যাদুর জিনিস রেখে দাফন করে। মেয়েদের মাসিকের রক্ত বা ছেলেদের বীর্য ব্যবহার করে গোরস্থানে জাদু দাফন করে। মৃতের কাফনের কাপড় চুরি করে যাদু সম্পন্ন করে। 👉শয়তানি মন্ত্র পড়ে এগুলোকে বাঁধন (عقد) আকারে গোপনে কবরের ভেতরে বা পাশে মাটির নিচে পুঁতে রাখে।কবরের সাথে জিনদের চুক্তি করানো হয় যাতে তারা ওই জাদুর প্রভাবকে মৃতের আত্মার নামে চালিত করে জীবিত মানুষের উপর আনে। #কারণ: মানুষকে মৃত্যুভয় ও হতাশায় নিমজ্জিত করা। রিজিক বন্ধ করা।আয় রোজগার বন্ধ করা। কাউকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। বিয়েতে বিঘ্ন ঘটানো। পরিবারের মাঝে অশান্তি, স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানো। হঠাৎ রোগব্যাধির প্রকোপ বেড়ে যাওয়া, অজানা রোগ নির্ণয় হওয়া। আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়া। জাদুকরের উদ্দেশ্য—কাউকে কষ্ট দেওয়া বা সম্পূর্ণ ধ্বংস করা। #লক্ষণ: হঠাৎ রোগব্যাধির প্রকোপ বেড়ে যাওয়া, অজানা রোগ নির্ণয় হওয়া। অকারণে সবার সাথে ঝগড়াঝাঁটি হওয়া। মেজাজ ...
Research on the verses of Al Quran.