**সারোগেসি জাদু: এক ভয়াবহ আধ্যাত্মিক বিপর্যয়** সারোগেসি জাদু হলো এক প্রকার কালো জাদু যা বিশেষভাবে বিবাহিত ও অবিবাহিত নারীদের ওপর প্রয়োগ করা হয়ে থাকে। বিবাহিত নারীদের ক্ষেত্রে, জাদুকর এমন এক যাদু প্রয়োগ করে যার ফলে নারীর গর্ভধারণের ক্ষমতা বিলুপ্ত হয়। আর যদি গর্ভধারণ ঘটে, তবে সেই ভ্রূণ গর্ভেই নষ্ট হয়ে যায় বা গর্ভপাত ঘটে। এই জাদুর মূল লক্ষ্য হলো গর্ভস্থ সন্তানের জীবন শেষ করে দেওয়া এবং মায়ের গর্ভে শিশুর বিকাশ সম্পূর্ণরূপে থামিয়ে দেওয়া। এই জাদু প্রায়শই বিচ্ছেদের জাদু বা বন্ধ্যাত্ব সৃষ্টির জাদুর মাধ্যমে সংঘটিত হয়। অশুভ কোনো নারী এই জাদু প্রয়োগ করে ভুক্তভোগী নারীর স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিতে চায়, তার গর্ভধারণের ক্ষমতায় বিঘ্ন ঘটায় এবং অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত ঘটায়—এভাবেই সে নিজের কুৎসিত উদ্দেশ্য পূরণের পথে এগিয়ে যায়। অপরদিকে, অবিবাহিত নারীদের ক্ষেত্রেও এই আধ্যাত্মিক আক্রমণ কম নয়। অনেক সময় দৃষ্টিদোষ, হিংসা, অপদেবতা বা জাদু-গ্রস্ততার কারণে জ্বিন মানবদেহে প্রবেশ করে। নারীরা, বিশেষত কুমারীরা, এই বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ করেন। এ ধরনের জ্বিন বা অপদেবতা নারীর শরীরের বিশেষ করে গর্ভের অঞ...
Research on the verses of Al Quran.