Skip to main content

Posts

Showing posts from April, 2025

**সারোগেসি জাদু: এক ভয়াবহ আধ্যাত্মিক বিপর্যয়**

 **সারোগেসি জাদু: এক ভয়াবহ আধ্যাত্মিক বিপর্যয়** সারোগেসি জাদু হলো এক প্রকার কালো জাদু যা বিশেষভাবে বিবাহিত ও অবিবাহিত নারীদের ওপর প্রয়োগ করা হয়ে থাকে। বিবাহিত নারীদের ক্ষেত্রে, জাদুকর এমন এক যাদু প্রয়োগ করে যার ফলে নারীর গর্ভধারণের ক্ষমতা বিলুপ্ত হয়। আর যদি গর্ভধারণ ঘটে, তবে সেই ভ্রূণ গর্ভেই নষ্ট হয়ে যায় বা গর্ভপাত ঘটে। এই জাদুর মূল লক্ষ্য হলো গর্ভস্থ সন্তানের জীবন শেষ করে দেওয়া এবং মায়ের গর্ভে শিশুর বিকাশ সম্পূর্ণরূপে থামিয়ে দেওয়া। এই জাদু প্রায়শই বিচ্ছেদের জাদু বা বন্ধ্যাত্ব সৃষ্টির জাদুর মাধ্যমে সংঘটিত হয়। অশুভ কোনো নারী এই জাদু প্রয়োগ করে ভুক্তভোগী নারীর স্বামীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিতে চায়, তার গর্ভধারণের ক্ষমতায় বিঘ্ন ঘটায় এবং অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত ঘটায়—এভাবেই সে নিজের কুৎসিত উদ্দেশ্য পূরণের পথে এগিয়ে যায়। অপরদিকে, অবিবাহিত নারীদের ক্ষেত্রেও এই আধ্যাত্মিক আক্রমণ কম নয়। অনেক সময় দৃষ্টিদোষ, হিংসা, অপদেবতা বা জাদু-গ্রস্ততার কারণে জ্বিন মানবদেহে প্রবেশ করে। নারীরা, বিশেষত কুমারীরা, এই বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ করেন। এ ধরনের জ্বিন বা অপদেবতা নারীর শরীরের বিশেষ করে গর্ভের অঞ...

সমাহিত সম্পদের জাদুর রুকইয়া

  সমাহিত সম্পদ/ধন দুটি ভাগে বিভক্ত: 1) একটি মূল্যবান সম্পদ/ধন। 2) অনাবিষ্কৃত সম্পদ/ধন। মূল্যবান ধন: এটি এমন একটি ধন যার মালিক জাদু এবং জ্বীনের ভৃত্যদের দ্বারা স্থাপন ও নজরদারি করে যাতে এটিকে হেফাজত করা যায়  এবং দুষ্ট লোকদের হস্তক্ষেপ করার ঝুঁকি না থাকে। এই প্রকারটি অতীতে ফেরাউনদের দ্বারা ব্যবহৃত হয়েছিল এবং তারপরে এটি জনপ্রিয় এবং ব্যাপক হয়ে ওঠে। অনাবিষ্কৃত ধন: কিছু মূর্খ মানুষ গুপ্তধন বের করে আনার জন্য কবিরাজ তান্ত্রিক জাদুকরদের সাহায্য নেয়।আর এই প্রতারক চক্র ঐ মূর্খ মানুষদের প্রলোভন দেখিয়ে তাদের দিয়ে জঘন্যতম অপরাধ করায়। এইসব কালো যাদুর ক্ষেত্রে ছোট বাচ্চাদের ব্যবহার করা হয়। চুক্তির মাধ্যমে হয় তাদের শয়তান এর নামে বলি দেয়া হয় নয়তো দত্তক/আমানত হিসেবে রাখা হয়। যদি শিশুটি আল্লাহ র ইচ্ছায় বেঁচে থাকে এবং সে আল জুহুরি আল সুলেমানি বংশের হয় তখন এখানে ভয়ংকর যুদ্ধ সংঘটিত হয় । অনেক শক্তিশালী শয়তান জ্বিনরা তাতে অংশ নেয়। তাদের লক্ষ্য থাকে -শিশুটির মৃত্যু।তাই তারা শিশুটির উপর ক্রমাগত অসুস্থতার জাদু করতে থাকে। কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ কারোর ক্ষতি করতে সক্ষম নয়। 📌 ...

মাথার খুলি দিয়ে দাফন করা কালো যাদুর চিকিৎসা

যাদুকর কবরস্থানে যাদু কবর দেয় যাতে সে যে জ্বিন শয়তানকে বশীভূত করছে সে তার প্রতি আরও বাধ্য হয়। যাদুকর যত বেশি গুরুতর পাপ করবে, জাদুগ্রস্ত ব্যক্তির উপর জাদু তত বেশি শক্তিশালী হবে।কবরস্থানে যাদুকে দাফন করা অন্য জায়গায় দাফন করার চেয়ে বড় গুনাহ এবং এই কারণে যাদুকর তাকে কবরে রাখে যাতে গুনাহ বেড়ে যায় এবং জাদুগ্রস্ত ব্যক্তির উপর যাদু শক্তিশালী হয়। কবরস্থানে সমাহিত করা জাদু রোগীর উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। কিন্তু আল্লাহ ইচ্ছা না করলে কেউ কারোর ক্ষতি করতে পারে না। কম বেশী সব জাদুর ক্ষেত্রে ই জাদুর জিনিস দাফন করা একটা সাধারণ রিচুয়াল।এটা কোন বিশেষ এক কারণে করা হয় না।এর বহুবিধ প্রয়োগ রয়েছে।রোগীকে সাময়িক অসুস্থ বানানো থেকে পাগল করা - সবই এই দাফন করা জাদুর অন্তর্ভুক্ত। মাথার খুলি দিয়ে দাফন করা জাদুর উদ্দেশ্য হচ্ছে রোগীকে ধীরে ধীরে অসুস্থ বানিয়ে মেরে ফেলা যাতে এই জাদুর উপস্থিতি কেউ বুঝতে না পারে। আপনি কুরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা শুরু করলে শরীরে থাকা জ্বিন আযাবের কারনে হাতের আঙ্গুল দিয়ে সংকেত (ছবিতে দেখানো হয়েছে)দেখাবে যাতে আপনি নিশ্চিত হবেন যে এটা এই প্রকারের জাদু। কবরস্থান ম্য...