Skip to main content

Posts

Showing posts from March, 2025

ভয়ংকর পানির যাদুর রুকিয়াহ।

 #পানির_যাদুর_রুকিয়াহ #Water_black_Magic  পানিতে নিক্ষিপ্ত যাদু অতি ভয়াবহ প্রভাব ফেলে।এর দ্বারা আক্রান্ত হলে রোগী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। সঠিকভাবে চিকিৎসা গ্রহণ না করলে রোগী একসময় সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে পাগলে পরিণত হয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। যারা এই যাদুতে আক্রান্ত তারা সাধারণ রুকিয়ার পাশাপাশি সূরা আম্বিয়া ও সূরা হাজ্জ তিলাওয়াত করতে থাকুন বা অডিও শুনতে থাকুন। বিশেষ করে সূরা আল আম্বিয়ার ৮৭ নং আয়াত(দোয়া ইউনুস) বারবার পড়তে থাকুন ইনশাআল্লাহ। নিচে এই আয়াতের ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। কালো যাদুতে আক্রান্ত প্রতিটি ব্যক্তির মানসিক অবস্থাকে নবী ইউনুস আলাইহিস সালাম এর ঘটনার সাথে তুলনা করা যেতে পারে।তিনি যেমনি মাছের পেটের অন্ধকারে ছিলেন,কালো যাদুতে আক্রান্ত রোগীরাও একই ভাবে একটা অন্ধকার পর্দা দ্বারা আবৃত থাকে। মহান আল্লাহ অনুগ্রহ না করলে এই পর্দা থেকে বের হওয়া অসম্ভব। আল্লাহর যিকির করুন ও দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সূরাহ আল আম্বিয়াতে বলেন, وَ ذَاالنُّوۡنِ اِذۡ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنۡ لَّنۡ نَّقۡدِرَ عَلَیۡهِ فَنَادٰ...

কোন বিশেষ মানুষেরা জ্বিনদের দেখতে সক্ষম?

এটা প্রতিষ্ঠিত যে, সর্বশক্তিমান আল্লাহ জ্বীনদেরকে মানুষ বা প্রাণীর রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছেন, আর এই রুপে যে কোনো মানুষ তাদের দেখতে পাবে। ইমাম আল-শাফিঈ তাদের সাক্ষ্য প্রত্যাখ্যান করেছেন যারা জ্বিনদের আসল আকারে দেখেছেন বলে দাবি করেছেন।সর্বশক্তিমান আল্লাহর বাণীর ভিত্তিতে: یٰبَنِیۡۤ اٰدَمَ لَا یَفۡتِنَنَّكُمُ الشَّیۡطٰنُ كَمَاۤ اَخۡرَجَ اَبَوَیۡكُمۡ مِّنَ الۡجَنَّۃِ یَنۡزِعُ عَنۡهُمَا لِبَاسَهُمَا لِیُرِیَهُمَا سَوۡاٰتِهِمَا ؕ اِنَّهٗ یَرٰىكُمۡ هُوَ وَ قَبِیۡلُهٗ مِنۡ حَیۡثُ لَا تَرَوۡنَهُمۡ ؕ اِنَّا جَعَلۡنَا الشَّیٰطِیۡنَ اَوۡلِیَآءَ لِلَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ  হে আদম সন্তান! শাইতান যেন তোমাদেরকে সেরূপ প্রলুব্ধ করতে না পারে যেরূপ তোমাদের মাতা-পিতাকে (প্রলুব্ধ করে) জান্নাত হতে বহিস্কার করেছিল এবং তাদেরকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য বিবস্ত্র করেছিল। সে (শাইতান) নিজে এবং তার দল তোমাদেরকে দেখতে পায়, অথচ তোমরা তাদেরকে দেখতে পাওনা। নিঃসন্দেহে আমি অবিশ্বাসীদের জন্য শাইতানকে বন্ধু ও অভিভাবক বানিয়ে দিয়েছি।  [আল-আরাফ: ২৭]। ডক্টর আব্দুল করিম ওবেদাত তার থিসিসে এই বিষয়ে বিস্তারিত আ...

বদরের যুদ্ধ : জাহিলিয়া’ যুগের বাতিল ঘোষণা।

 মৃদু কান্নার শব্দও যার শ্রবণ থেকে গোপন থাকে না, যার মহত্বের কাছে ক্ষমতাধর নরপতিরা হীন হয়ে গেছে।আমি সেই সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, তিনি পূর্বের ও পরের সবার ইলাহ। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল, যাঁকে তিনি সকল সৃষ্টিকুল থেকে বেঁছে নিয়েছেন, বদর প্রান্তরে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ তাঁর উপর সালাত পেশ করুন, অনুরূপ তার পরিবার-পরিজন, সকল সাহাবী এবং কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে তাদের অনুসারীদের সবার উপর। আর তিনি তাদের উপর যথাযথ সালামও প্রদান করুন।8 ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, বদরের দিন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ্! আমি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকার পূরণ করার জন্য প্রার্থনা করছি। হে আল্লাহ্! আপনি যদি চান (কাফিররা জয়লাভ করুক) তাহলে আপনার ‘ইবাদাত আর হবে না। আবূ বকর (রাঃ) তাঁর হাত ধরে বললেন, যথেষ্ট হয়েছে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত পড়তে পড়তে বের হলেনঃ ‘‘শীঘ্রই দুশমনরা পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে’’...

বস্ত্র পরিহিতা বিবস্ত্রা : পর্দার বিধান।

 কুতুয়বা ইবনু সাঈদ (রহঃ) ... উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাক। জনৈক আনসার জিজ্ঞেস করল, ইয়া রাসূলাল্লাহ! দেবরদের ব্যাপারে কি নির্দেশ? তিনি উত্তর দিলেন, দেবর তো মৃত্যুতুল্য। হাদিসের মানঃ সহিহ (Sahih) মহান আল্লাহ সূরা নূরের ৩০ নাম্বার আয়াতে নারীদের আগে পুরুষদের পর্দার হুকুম দিয়েছেন। قُلۡ لِّلۡمُؤۡمِنِیۡنَ یَغُضُّوۡا مِنۡ اَبۡصَارِهِمۡ وَ یَحۡفَظُوۡا فُرُوۡجَهُمۡ ؕ ذٰلِكَ اَزۡكٰی لَهُمۡ ؕ اِنَّ اللّٰهَ خَبِیۡرٌۢ بِمَا یَصۡنَعُوۡنَ মুমিন পুরুষদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আল কুরআন,সূরা আন নূর:৩০. অন্য একটি হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “নিজের স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া বাকি সবার থেকে নিজের সতরের হেফাজত করো।” এক ব্যক্তি জিজ্ঞেস করে, আর যখন আমরা একাকী থাকি? জবাব দেনঃ “এ অবস্থায় আল্লাহ থেকে লজ্জা করা উচিত, তিনিই এর হকদার।” [আবু দাউদঃ ৪০১৭, তিরমিযী...